ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সংবাদ সম্মেলন
আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি ।। ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সংবাদ এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিভিল সার্জন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন আবু মোহাম্মদ খয়রুল কবির জানান, আগামী ১৬ জুলাই (১ম রাউন্ড) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ঠাকুরগাঁও জেলার ৩টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নে ১৪০০ কেন্দ্র থেকে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১ বছর থেকে ৫ বছরের নিচে বয়সী প্রায় ২ লাখ শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় ডাক্তার, নার্স, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি আবু তোয়াব মানিক সহ অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।