বগুড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  09:44 AM, 28 November 2019

বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের
আয়োজনে রবি ২০১৯-২০ মৌসুমের কৃষি প্রনোদনা
ভূট্রা, সরিষা, গম, পেয়াঁজ, সূর্যমুখী, শীতকালীন
মুগ, গ্রীষ্মকালিন মুগ ফসলের উপর মোট ১হাজার ১শত
৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
করেন প্রধান অতিথি আবু সুফিয়ান সফিক।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে প্রতিজন কৃষককে
গম ২০ কেজি, ডিএপি ২ কেজি এবং ১০কেজি এমওপি
বিতরন করা হয়। কৃষি প্রনোদনা বিতরনের পূর্বে
প্রথমে সরকারী মূল্যে খাদ্য গুদামে ধান বিক্রয়ের জন্য
কৃষকের অ্যাপ এর মাধ্যমে কৃষক নিবন্ধন ও ধান বিক্রয়ের
কোলা ইউপি চেয়ারম্যান প্রভাষক
কামরুল হাসান ডালিমসহ উপজেলা কৃষি দপ্তরের সকল
কর্মকর্তা কর্মচারী বৃন্দ। (খবর বিজ্ঞপ্তি)

আপনার মতামত লিখুন :