সারিয়াকান্দির কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী অপহরণ, থানায় মামলা ভিকটেম উদ্ধার ২ জন গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:03 AM, 28 November 2019

মো: জাহিদুল ইসলাম জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: গত
২৬/১১/২০১৯ ইং তারিখের সারিয়াকান্দি থানার মামলা নং-১২/১৭৯ মোতাবেক জানা যায়, গত ২৪/১১/২০১৯ ইং তারিখ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাঁশহাটা গ্রামের মো: আমিনুল ইসলাম মিঠুর মেয়ে, রাত্রি অনুমান ১১.৫০ ঘটিকায় প্রকৃতির ডাকে শয়ন ঘরের দরজা খুলে বাইরে গেলে আগে থেকে গোপনে ওত পেতে থাকা চার পাঁচ
জনের একটি অপহরণকারীর দল জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়।

অপহিতার বাবা মা, আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় খোজা খুঁজি করে না পেয়ে গত ২৬/১১/২০১৯ ইং তারিখ অপহিতার মা মোছা: কল্পনা বেগম (৩৫) স্বামী মো: আমিনুল ইসলাম মিঠু, সাং-
বাঁশহাটা, থানা সারিয়াকান্দি, জেলা বগুড়া। বাদী হয়ে মো: মোস্তফা মনির(২৬) পিতা মো: আনছার আলী, সাং বড়ইকান্দি (বিমান বন্দরপাড়া) থানা- সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে ১নং আসামী করে অন্য ৫ জন সহ সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। পরে মামলার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা চন্দনবাইশা পুলিশ

তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: দুরুল হোদা, সঙ্গীয় ফোস সহ অভিযান চালিয়ে
ভিকটিমকে উদ্ধার সহ ২জন আসামী মো: রানা প্রাং(২১) পিতা মো: বাবলুর
রহমান মো: শাহ্ধসঢ়; মোস্তাফিজুর রহমান(৬০) পিতা মৃত: শাহ দেলোয়ার হোসেন উভয়ের সাং-বড়ইকান্দি(বিমান বন্দরপাড়া) উপজেলা: সারিয়াকান্দি,জেলা-বগুড়াকে আটক করে আদালতে প্রেরণ করেন। বর্তমানে ভিকটিমকে সেভ কাষ্টরিতে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :