কলারোয়ার জয়নগরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
জয়নগর কলারোয়া প্রতিনিধি:-(দেবাশীষ চক্রবত্তী)
কলারোয়ার জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল শনিবার দিনব্যাপি সরসকাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা কলারোয়ার-১ আসনের এম পি মুস্তফা লুৎফুল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন – উপজেলা আওয়ামিলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন , জেলার ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আরাফাত, উপজেলা ভাইসচেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা , কলারোয়া থানার অফিসার ইনচার্য মুমীনুল গীয়াস,মনিরুজ্জামান বুলবুল,বিশাখা তপন সাহা, জয়নগর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান ,ফিরোজ আহম্মদ রকসি সহ আওয়ামিলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।