ঠাকুরগাঁওয়ে এক প্রেমিকের কান্ডঃ প্রেমিকাকে পাওয়ার আসায় মন্দিরে কবুতর বলি!
শাহীন আলম রুহিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ২১নং ঢোলারহাট ইউনিয়নের ছুট খড়িবাড়ীর “টাঙ্গনপাড় চৌষট্টি যুগনী ধাম ও জগন্নাথ দেবের মন্দির” নামক স্থানে তসলিমউদ্দিন(৪৫) নামে এক প্রেমিক তার প্রেমিকা খাদিজা (৩৫)কে পাওয়ার আশায় মন্দিরে এক জোড়া কবুতর বলি দেন।
গত ১৭ই আগষ্ট রাত আনুমানিক ১১টায় “টাঙ্গনপাড় চৌষট্টি যুগনী ধাম ও জগন্নাথ দেবের মন্দিরে এ ঘটনা ঘটে।
এলাকা বাসী সুত্রে জানা যায়, জগন্নাথ দেবীর মন্দিরে কোন পশু হত্যা, পশু বলিদানের কোন রেওয়াজ না থাকায় এ ঘটনার সাথে জরিত মাহাত ফখরুল ইসলাম (৩০) পিতা এনামুল হক গ্রাম- তালতলি (ঝিলপাড়া) ও তার পাহারাদাড় মোঃ হবি (৫৫) পিতা- মৃত ওহিজ উদ্দিন গ্রাম- খড়িবাড়ী কে আটক করে পুলিশে সর্পদ করে পূজা কমিটির লোকজন। এ ঘটনায় ওই প্রেমিক পলাতক রয়েছেন। মুসলিম হয়ে প্রেমিকাকে পাওয়ার আসায় মন্দিরে কবুতর বলিদান ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।