শিবগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদ সভাকক্ষে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, শিক্ষা কর্মকর্তা এসএম সারোয়ার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলাদের ৩ মাস ব্যাপী সেলাই, ব্লক বাটি সহ বিভিন্ন কার্যক্রমের প্রশিক্ষণের উদ্বোধন করেন।