সংবাদ আজকাল পরিবারের করোনা সুরক্ষায় পিপিই প্রদান করলেন সম্পাদক ও পৌরমেয়র জাহাঙ্গীর আলম নান্নু

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:46 PM, 30 April 2020

ডেস্ক রিপোর্টঃ বহুল আলোচিত জাতীয়মানের অনলাইন নিউজ পোর্টাল ”সংবাদ আজকাল” এর অফিস কর্মকর্তাদের মাঝে করোনা সুরক্ষায় পিপিই প্রদান করেন প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক, সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু ।

এসময় তার হাত থেকে পিপিই গ্রহন করেন ব্যবস্থাপনা সম্পাদক জাহিনুর ইসলাম, সম্পাদক মন্ডলী’র সদস্য (বার্তা) মিনহাজুল বারী, অফিস স্টাফ আমিরুল ইসলাম প্রমূখ।

আপনার মতামত লিখুন :