আশুলিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশু নিহত, দগ্ধসহ আহত ৪

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  02:40 PM, 04 July 2019

স্টাফ রিপোর্টার : শারমিন শোভা, মানিকগঞ্জ।
শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া এলাকায় একতলা ভবন ধসে পড়ে তাহসিন নামে ১৮
মাসের একটি শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪জন।
গতকাল ভোর ৬.০০ টার দিকে কাঠগড়ার পশ্চিমপাড়া দুকাঠি এলাকায় আকবর
হোসেনের মালিকানাধীন বাড়ী ধসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার
সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় আটকেপাড়াদের উদ্ধার করা হয়। নিয়ত
শিশু তাহ্সিনা হাসান মাগুরার মোহাম্মদপুর এলাকার নাজমুল হাসানের
ছেলে। আহতরা হলেন মৌসুমী আক্তার (২২), তার মেয়ে মীম (৭), আবুল কালাম ও
দিপু। তাদের মধ্যে মৌসুমীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। অন্যদের
স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিবেশীরা জানান
দুকাঠি এলাকায় আকবরের একতলা বাড়ীতে ৩দিন আগে থেকে গ্যাস লাইন
লিকেজ ছিল। বুধবার সকালে রান্না করার করে হঠাৎ বিস্ফোরণ হলে ভবনটি
ধসে পড়ে। আশুলিয়া থানার উপ পরিদর্শক এস.আই মেহেদী হাসান বলেন খবর
পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের চুলার
চাবি থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং দুর্বল অবকাঠামোর কারণে
বিল্ডিংটি ধসে পড়েছে। তবে ভবনটি ধসে পড়ার প্রকৃত কারণ জানতে বোম
ডিসপোঞ্জাল ইউনিটকে খবর দেওয়া হছেছে। তদন্ত করে বিস্তারিত জানা
যাবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :