কমলগঞ্জে ধলই চা বাগানে শ্রমিকদের কর্ম বিরতি ও ম্যানেজারের বাংলো ঘেরাও

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  09:29 PM, 29 June 2020

মোশারফ হোসেন কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই চা বাগানের এক শ্রমিককে গাছ কাটার অভিযোগে মারধর করা বিচারের বাগান ম্যানেজারের কালক্ষেপনে কর্মবিরতি সহ ম্যানেজারের বাংলো ঘেরাও ঘটনা ঘটেছে।

জানা যায়,ধলই চা বাগানের ৯নং লেনে গত ২৩ জুন গাছ কাটার অভিযোগ এনে হীরা ভরকে বাগান ম্যানেজার আমিনুল ইসলাম ও কয়েকজন চৌকিদার মারধর করে গুরুত্ব আহত করে। আহত রাজ ভর চিকিৎসা নিয়ে মারধরের বিষয়ে বিচার দাবী করলে ম্যানেজার কাল ক্ষেপন করতে থাকেন। এতে বাগান শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ২৯ জুন সকাল সাড়ে ১০টায় কর্মবিরতি সহ বাগান ম্যানেজারের বাসা ও অফিস ঘেরাও করে রাখে।

বিকালে ইউপি চেয়ারম্যানের পুষ্প কুমার কানু, চা শ্রমিকদের ভ্যালী সভাপতি ধনা বাউরি, সম্পাদক নির্মল পানিকা ও বাগান পঞ্চয়াত কমিটির সদস্যদের নিয়ে বাগান অফিস ফটকে সালিশ বসেছে। এ রির্পোট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৫ টায় সালিশ চলছে।

উল্লেখ্য যে ,পরিস্থিতি শান্ত হলে ও সাধারন শ্রমিকদের মধ্যে বাগান ম্যানেজার বিরুদ্ধে চাপা ক্ষোভ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন :