গাইবান্ধা গোবিন্দগঞ্জে – সাফিয়া-আছাব ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  01:44 PM, 04 May 2020

শাহাব উদ্দীন রাফেল,স্টাফ রিপোর্টারঃ মহামারী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে পরেছে গোটা বিশ্ব। তালিকা থেকে বাংলাদেশের নামটি ও বাদ পড়েনি। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশে এই মুহুর্তে অঘোষিত লকডাউন চলছে। দিন দিন যেমন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনি পাল্লা দিয়ে বাড়ছে কর্মহীন মানুষের অসহায় মুখ। খেটে খাওয়া মানুষগুলো আজ নিশ্বপ্রায়। খেয়ে না খেয়ে মানবেতর জীবন পার করছে। সরকারি ভাবে ত্রাণ বিতরণ করা হলেও যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেশের এমন ক্রান্তিকালে খেটে খাওয়া,অসহায় ,হতদরদ্রি সেই সব মানুষগুলোর পাশে বরাবরের মতো এবারও এসে দাড়িয়েছে সাফিয়া-আছাব ফাউন্ডেশন।

আজ সোমবার এ ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১২০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাল,আলু, পেঁয়াজ,তেল,আটা, ডাল সাবানসহ ছিল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এই কার্যক্রমের পৃষ্ঠপোষকতা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ শামীম কায়সার লিংকন ৩২,গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ।

ত্রাণ নিতে আসা দিনমজুর জহের আলী বলেন, হামরা দিন আনি, দিন খাই। করোনা আসে হামাগেরে আয় রোজগার বন্ধ হয়ে গেছে। চারজন ছলপোল নিয়ে খুব বেকায়দায় আছি। এই ত্রাণ পায়া খুব ভালো হলো।

ষাটোর্ধ আলেয়া বেগম বলেন, শুনলেম ত্রাণ নাকি লিংকন দিচ্ছে ।মোত্তালিবের এমপির বেটা মোত্তালিবের মতোই হছে। আল্লাহ্ ওর ভালো করুক। বন্যার মধ্যেও ত্রাণ পাছি। রোজার মধ্যে এ ত্রাণ দিয়ে কয়টা দিন ভালোই যাবি।

ত্রাণ বিতরণ পরিচালনাকারী এবং সাফিয়া-আছাব ফাউন্ডেশনের সদস্য মাহবুবুর রশীদ রবি জানান, সারাদেশের মানুষ করোনার কারণে সীমাহীন দুর্ভোগে পরেছে।গোবিন্দগঞ্জ উপজেলার মানুষদের ও কষ্টের অন্ত নেই। বিশেষ করে অসহায় দরিদ্র মানুষগুলোর। আমরা অসহায় মানুষের দুঃখ লাঘবের চেষ্ঠা করছি মাত্র। সবার কাছে তো আর পৌছাতে পারবো না, কিছু মানুষদের যদি একটু স্বস্তি দিতে পারি তাতেই আমাদের সার্থকর্তা।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মৎসজীবি দলের সিনিয়ার যুগ্ন আহ্বায়ক রতন চন্দ্র ঘোষ, মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল হাসান, সাধারণ সম্পাদক সাজু মিয়া। যুবদল নেতা শাহাবুল ইসলাম সাবু, জাহাঙ্গীর ইসলাম এবং জেলা ছাত্রদলের সহ সভাপতি ও মহিমাগঞ্জ ছাত্রদলের আহব্বায়ক এম মোফাজ্জল হোসেন ,জেলা ছাত্রদল সদস্য রাফেল মাহমুদ ,মহিমাগঞ্জ ছাত্রদল নেতা লিটন ,আকুল,রুবেল ,সিয়াম সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য সাফিয়া-আছাব ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষের মাঝে শীতবস্ত বিতরণ, বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষাক্ষেত্রে অবদানসহ নানান কল্যাণমুখী ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

আপনার মতামত লিখুন :