গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

স্টাফ রিপোটারঃ শাহাব উদ্দীন,রাফেল

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  04:54 PM, 12 December 2021

বইতে শুরু করেছে উত্তরে হাওয়া। শীতল বাতাস বইছে গোটা দেশে। সময় হয়েছে পিঠে, পুলি খাওয়ার। সকালের রোদে বসে আরাম করে শীতের আমেজ উপভোগ করার মত এরই মাঝে এসেছে আবার ইউনিয়ন পরিষদ নির্বাচন।

গোবিন্দগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে এখন বইছে নির্বাচনী হাওয়া। প্রচারনায় পিছিয়ে নেই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের প্রাথীরা। চায়ের দোকান, হাট-বাজার, উঠান বৈঠক সহ গ্রাম-গঞ্জের সর্বত্রই এখন চলছে নির্বাচন নিয়ে আলোচনা। ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারণা ইতিমধ্যে শুরু হয়েছে।

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সরেজমিনে দেখা যায়, নির্বাচনে জয়ী হওয়ার আগেই নতুন নতুন চেয়ারম্যান পদপ্রার্থীরা এলাকার রাস্তা ঘাটের উন্নয়নসহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রায় এক বছর থেকেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রাথী হিসাবে লড়ছেন ৪ জন প্রাথী মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান নৌকা প্রতিক,ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রাথী আনারুল ইসলাম চশমা প্রতিক,সাবেক চেয়ারম্যান রুবেল আমিন শিমুল,মোটরসাইকেল প্রতিক,তরুন সমাজ সেবক গোলাম কাদির মিঠু আনারস প্রতিক।

এ ইউনিয়ন আয়তনের দিক থেকে ২৩.৯৩ বর্গকিমি (৯.২৪ বর্গমাইল) জনসংখ্যা ৩৯,২৩০ জন।

শীতকে হার মানিয়ে গ্রামে-গঞ্জে থাকা দলীয় নেতাকর্মী নিয়ে ঘরোয়া মিটিং, মতবিনিময়, সভা, সমাবেশে চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান মেম্বার ও মহিলা মেম্বার প্রাথীরা ।

এদিকে সর্বত্র ভোটারদের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চলছে চুল ছেড়া নানা বিশ্লেষণ। নির্বাচনের কথা শুনে সাধারণ ভোটাররা বিভিন্ন চায়ের স্টলে দিচ্ছেন নির্বাচনী আড্ডা।

আপনার মতামত লিখুন :