তরুণদের ঈদ উদযাপন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  12:39 PM, 26 May 2020

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা মহিমাগঞ্জে এক ঝাঁক তরুণদের নানা ভাবে ঈদ উদযাপন।মহিমাগঞ্জ স্টেশন ,সবচেয়ে জনবহুল একটা জায়গা। যে খানে ঈদের দিন হলেই দেখা মেলে নানা বয়সের মানুষের। যদিও দেশে এখন করোনা ভাইরাসের ভয় তাই বলে কি ঈদ থেমে থাকে। ভয় নয় সচেতনতা তাদের এই ঘোরাঘুরি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট স্থবিরতার মধ্যেই পালিত হয়েছে এবারের পবিত্র ঈদুল ফিতর। ঘরে থেকেই ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা তো প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেই রয়েছে। তবুও একটু আনন্দের খোঁজে বাইরে বের হয়েছেন তরুণ-তরুণীরা।

এই তরুণদের ,বেশ কয়েকজনের সাথে কথা বলে তারা সংবাদ আজকাল কে জানান আমরা শুধু ঘোরাঘুরি না, মহিমাগঞ্জ এবং সাঘাটা বেশ কিছু জায়গায় ঘুরিয়ে মানুষকে ঘরে থাকার জন্য ,অনুরোধ করি ,ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসা মানুষদের কে হোম করেন্টটাইনে থাকার জন্য অনুরোধ করা হয়। আসলে এবার ঈদের অনেক কষ্ট আছে যেমন, আনন্দ আছে তেমনি। এভাবে চলতে হবে জীবন।

আপনার মতামত লিখুন :