রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্যামলী ও উত্তরায়

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  12:33 AM, 18 October 2019

সাহাব উদ্দিন রাফেল : অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর শ্যামলী ও উত্তরায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানকালে শ্যামলী রিং রোডের উভয় পাশের প্রায় ১৫০টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এসময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখা, মোটর সাইকেল পার্ক করা, এসি স্থাপন, জেনারেটর রাখা এসব কারণে ১১টি মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া উত্তরা ৩ নম্বর সেক্টর ও জসিম উদ্দিন এভিনিউ থেকে ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :