গাবতলীর সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীরের দায়িত্বভার গ্রহন উপলক্ষে দোওয়া

গাবতলী(বগুড়া)প্রতিনিধি ঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলাম সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর ইউপির প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে গতকাল রবিবার ইউপি কার্যালয়ে আলোচনা সভা ও দোওয়া মাহফিলের মধ্যেদিয়ে প্রথম কার্যদিবস শুরু হয়। দোওয়ার মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম চেয়ারম্যান তারাজুল ইসলামের ভাই হাফিজার রহমান মাস্টার, সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ জালাল উদ্দিন,সহসভাপতি জাহাঙ্গীর আলম,সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক দুলাল করিম দুলাল,প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আ.লীগনেতা সাহাদত হোসেন,বাকু মন্ডল, আব্দুর রহমান,সিরাজুল ইসলাম,নান্নু মিয়া, সাবলু মিয়া, আশাদুল ইসলাম,শাহিদুল ইসলাম,আব্দুর রাজ্জাক,আলহাজ্ব আব্দুস ছামাদ, মাওলানা আব্দুল হাই,থানা যুবলীগের অর্থ সম্পাদক আরিফুর রহমান শ্যামল,ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলুর রহমান শাকিল,সহসভাপতি লিটন, সাধারন সম্পাদক মমিনুর রহমান মুক্তা , যুবলীগনেতা ফজলুর রহমান, সবুজ মিয়া, ছাত্রলীগনেতা আরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম কনক, রাজু আহম্মেদ, তন্ময়, সবুজ, স্বয়ন, ছেচ্ছাসেবকলীগ নেতা নান্নু, ইউপি সচিব তৌহিদুর রহমান, ইউপি সদস্য সাহাদত হোসেন গামা,আলেক উদ্দিন কালু,জুলফিকার আলী শ্যামল, আবুল কালাম বাদল,শফিকুল ইসলাম পাশা, আব্দুল মান্নান,কুড়ানু,মোত্তালেব হোসেন মতো, মহিলা সদস্যা রোকসানা আজিজ,রুবি বেগম, রুনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । শেষে মরহুম চেয়ারম্যান তারাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনা ও দেশ জাতির কল্যাণ কামনায় করে বিষেশ মোনাজাত করা হয়।