ফিরোজ আহম্মেদ রিজু পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দক্ষিন কৃষ্ণপুর এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  08:32 PM, 20 April 2016

 

মহাস্থান (বগুড়া) থেকে আব্দুল বারী ঃ ১২ নং রায়নগর ইউনিয়নের দক্ষিন কৃষ্ণপুর এলাকাবাসীর পক্ষ থেকে পুনরায় নব নির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

গতকাল সন্ধায় দক্ষিন কৃষ্ণপুর ০২নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য আঃ ওয়াহাব বাদলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ আহম্মেদ রিজু। তিনি বলেন, গত বারের মত এবারও আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমত চেষ্টা করে এলাকার যথা সম্ভব উন্নয়ন করবো। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুর রহিম সহকারি শিক্ষ দক্ষিন কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমান, শিবগঞ্জ পাইলট উচচ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আমিনুর ইসলাম সহ এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :