বগুড়ায় ৪০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:01 PM, 20 January 2017

বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি এস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাইদুল ইসলাম (৩০) কে ৪০ গ্রম হেরোইনসহ গ্রেফতার করে। ফাঁড়ি সূত্রে জানা য়ায, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ২৩.৩০ ঘটিকার সময় তার নিজ বাড়ীতে হেরোইন রাখিয়া বিক্রয় রত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম বগুড়া জেলা,সদর থানার মানিকচক উত্তরপাড়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে। আসামী সাইদুল ইসলামের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায় করে থানা হাজুতে প্রেরন করা হয়।

আপনার মতামত লিখুন :