বগুড়া জেলা পুলিশ সুপারের উদ্যেগে অসহায় দুঃস্থ ও হত দরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরন সহ বলবোনা গো আর কোন দিন ভালোবাস তুমি মোরে খ্যাত শিল্পী বাউল সুকুমার কে সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টারঃ জাহিনুর ইসলামঃ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সরকারি ত্রান ও বগুড়া জেলা পুলিশের নিজ তহবিল হতে গরীব কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণের অংশ হিসেবে রবিবার সকালে বগুড়ার গাবতলী উপজেলা ও সোনাতলা উপজেলার ১হাজার মানুষের মাঝে ত্রান হিসেবে চাল,আলু,আটা,মিষ্টিকুমড়া,খেজুর,চিনি,ও ছোলাবুট বিতরন করেন,জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম (বার),
এসময় উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার কুদরত ই খুদা শুভ,সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, ওসি তদন্ত জাহিদ হাসান, এর আগে শনিবার সন্ধায় বলবোনা গো আর কোন দিন ভালোবাসা তুমি মোরে গানের শিল্পী বাউল সুকুমারের বাড়ী বগুড়া সোনাতলার সদর ইউনিয়নের বিশ্বনাথ পুর গিয়ে তাকে নগত অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করেন।