বগুড়া সরকারী মজিবুর রহমান মহিলা কলেজে বাংলা নববর্ষ পালন

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  05:21 PM, 15 April 2016

 

সদর উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সরকারী মজিবুর রহমান মহিলা কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে নৃত্য, দেশত্ববোধক গান , কৌতুক, কবিতা আবৃত্তি বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রচেষ্ঠায় অত্র কলেজ প্রাঙ্গনে বাঙালী জাতির ঐতিহ্যময় বিভিন্ন খাবারের স্টল পরিদর্শন করেন সরকারী আযিযুল হক কলেজের অধ্যক্ষ সামস্ উল আলম (জয়) । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী আঃ হক কলেজের সহঃ অধ্যক্ষ কামাল হাসান , সফিকুর রহমান , সারিয়াকান্দি কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন , সহকারী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী সরকারী মজিবুর রহমান মহিলা কলেজ ,বগুড়া জেলা ছাত্র লীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, জেলা ছাত্র লীগের সেক্রেটারী ওয়াসিম ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর হোসেন সহিদ মাহবুবুর রহমান প্রমূখ।

আপনার মতামত লিখুন :