সুস্থ আছেন আল্লামা শফি
নিজস্ব প্রতিবেদকঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সোমাবার (৮ জুন) আল্লামা শফীর ছেলে মাওলানা আনাস মাদানি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, তার বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে। রবিবার (৭ জুন) সন্ধ্যায় তাকে যে অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তার চেয়ে এখনকার অবস্থা কিছুটা ভালো।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ১০৩ বছর বয়সি আল্লামা শফী আট ধরনের রোগে ভুগছেন।
তিনি চমেকের আইসিইউ ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।