কমলগঞ্জে করোনা শনাক্ত ৫৭জন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  08:18 PM, 01 July 2020

মোশারফ হোসেন কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে করোনা শনাক্ত হয়েছেন ৫৭ জন। গত মার্চ মাসের শেষ দিকে নমুনা সংগ্রহ শুরু হলে এপ্রিল মাসের ২৮ তারিখ প্রথম করোনা শনাক্ত হয়। গত ৬২ দিনে করোনা শনাক্ত হলেন ৫৭ জন। কমলগঞ্জে করোনা আক্রান্ত রোগীরা নিজ বাসায় আইসোলেশনে থেকে সুস্থ্য হয়েছেন ৩১ জন। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ১জন বৃদ্ধ চা শ্রমিক। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায় ,গত মঙ্গলবার (৩০ জুন) রাতে প্রাপ্ত ২৪ ঘন্টার ফলাফলে কমলগঞ্জ উপজেলায় ১জন উচ্চবিদ্যালয় শিক্ষকসহ ১২জন করোনা শনাক্ত হয়েছে। কমলগঞ্জে এটিই একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত রোগী। মুন্সীবাজারের ১টি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক(৫০)সহ ১২জন করোনা শনাক্ত হলেন।

আরো হলেন,কমলগঞ্জ পৌরসভার গোপাল নগর এলাকার এক নারী (৬৫) এক মধ্য বয়সী (৩৭) ও রাজার গাঁও এলাকার এক রাজনৈতিক কর্মী (৪৯),রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এক নারী (৫৫)ও এক যুবক (৩৪) এক সমাজ সেবক (৪৩) ও এক নারী (৪০)। মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের এক যুবক (২৬),কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁ-এর এক তরুনী (২০) ও শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকার এক ছেলে(২০)ও এক মেয়ে (২৮)। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া ২৪ ঘন্টায় কমলগঞ্জে এক সাথে ১২জন করোনা শনাক্ত এই প্রথম। করোনা পজেটিভ হওয়ার রোগীদের সবার বাড়ি লকডাউন করে আইসোলেশনে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :