কালিয়াকৈরে পূর্বশত্রুতার জেরে ছেলের উপর হামলা অভিযোগ দিলে বাবাকেও মারধর

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  10:31 AM, 06 January 2020

শাহাআলম সরকার (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পূর্বশত্রুতার জেরে এক ইউপি সদস্যের অফিসে ঢুকে ব্যবসায়ীর উপর হামলা ও তাকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগের পর প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে আবারও তার বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়াইগঞ্জ এলাকায় বৃহস্পতিবার সকালে।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ী চানপুর এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে লিয়াকত হোসেন ও তার ছেলেদের সঙ্গে পাশে জাহাঙ্গীর গংদের দীর্ঘদিন পূর্বশত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল। লিয়াকত হোসেনের ছেলে রফিকুল ইসলাম গত বুধবার বিকেলে উপজেলার আড়াইগঞ্জ বাজারে স্থানীয় ইউপি সদস্য খন্দাকার হান্নান মিয়ার অফিসে ইউপি সদস্যসহ কয়েকজন বসে গল্প-গুজব করছিলেন।

এ সময় অতর্কিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীর ও তার সহযোগ মিজান, বদর উদ্দিন এবং তাদের ভাড়াটে সন্ত্রাসী উপজেলার সাজনধরা এলাকার কলিম উদ্দিনের ছেলে আলম, একই এলাকার রুবেলসহ ৭-৮ জন সন্ত্রাসী ওই ইউপি সদস্যের উপস্থিতিতে তার অফিসে রফিকুলের উপর হামলা চালানো হয়। পরে তাকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তার কাছে থাকা প্রায় ৪৫ হাজার টাকা লুট করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এলাকাবাসী।

এ ঘটনায় রফিকুলের ছোট ভাই শিবলু হায়দার বাদী হয়ে ওইদিন কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ করায় ওই সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হন। বৃহস্পতিবার সকালে তার বাবা লিয়াকত হোসেন তাদের ফুফুর বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। ফেরার পথে জাহাঙ্গীর ও আলমের সহযোগী কামরুল, ফজলু ও রুবেল তার গতিরোধ করে। এসময় তাকে এলোপাথারি পিটিয়ে আহত করেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য খন্দাকার হান্নান মিয়া জানান, রফিকুলসহ কয়েকজন আমার অফিসে বসে গল্প-গুজব করছিলাম। এ সময় হঠাৎ করে তারা রফিকুলের উপর হামলা চালায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :