মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নানা অপকর্মের সহযোগি উদ্যোক্তা শাহীন

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  10:04 AM, 06 January 2020

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের নানা অপকর্মের সহযোগি উদ্যোক্তা কে শাহীন। ইউনিয়ন পরিষদের একজন উদ্যোক্তা হয়ে নানা অপকর্মের মধ্য দিয়ে আঙ্গুল ফুলে গাছ বনে গেছেন। এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের অসহায় বিধাবা, বয়স্ক ও কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের।

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুনতাইড় গ্রামের কর্মসূজন শ্রমিক মৃত-দিরাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম কর্মসৃজন প্রকল্পে রাস্তায় মাটি কেটেও টাকা পাননি।

অনুসন্ধানে জানা গেছে, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউ’পি সদস্য শহিদুল ইসলামের সাথে যোগসাজস করে কৌশলে ২০১৯-২০২০ অর্থ বছরে ওই ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পের নামের তালিকায় নুরুল ইসলামের নাম বাদ দিয়ে অন্য একজনের নাম বসিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলণ করেছেন।

নুরুল ইসলাম জানান, কর্মসৃজন প্রকল্পে রাস্তায় মাটি কেটেও ব্যাংক থেকে টাকা উত্তোলণ করতে পারেননি। ব্যাংকে খোঁজ নিয়ে দেখেন তার পরিবর্তে অন্য লোক দিয়ে উদ্যোক্তা শাহিন ও ইউ’পি সদস্য শহিদুল ইসলাম ব্যাংক থেকে টাকা উত্তোলণ করেছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, যারা কর্মসৃজন প্রকল্পে মাটি কাটার কাজ করছে তাদের বাদ দেওয়ার কোন সুযোগ নেই।

তবে ওই ইউনিয়নের অনেক সচেতন মহল অভিযোগ তোলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাহিনের বিরুদ্ধে। সে ইউ’পি সদস্যদের দালাল হিসেবে বয়স্ক, বিধাবা ভাতাভোগিদের নাম তালিকায় তুলতে টাকা নেন। এ ছাড়াও জন্ম সনদ, মৃত-সনদ সহ উদ্যোক্তা হিসেবে যেসব কাজ ইউনিয়ন পরিষদে হয়। তা অনেকের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় বলেও তারা অভিযোগ করেন। তাই বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।

আপনার মতামত লিখুন :