মহাস্থান প্রেসক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  10:06 PM, 17 August 2016

মহাস্থান (বগুড়া) থেকে আব্দুল বারী: গত মঙ্গলবার বিকালে মহাস্থান প্রেসক্লাবের উদ্যোগে বগুড়ার সারিয়াকান্দি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্য মন্ডলী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে ত্রাণসামগ্রী নিয়ে এ দিন বিকালে মহাস্থান থেকে সারিয়াকান্দির উদ্দেশ্যে রওয়া হন। সেখানে পৌছে বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করা হয় এবং ক্ষতিগ্রস্থ বন্যার্ত মানুষের খোজখবর নেয়া হয়। সেখানে কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা বন্যা পরবর্তী সময়ে ফসল ফলানোর জন্য মানসম্পন্ন বীজের প্রয়োজনীয়তার কথা বলেন এবং এ বিষয়ে দ্রæত পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান। এসময় অত্র প্রেসক্লাবের উপদেষ্টা ফিরোজ আহম্মেদ রিজু বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনকে বন্যার্তদের পাশে এসে দাড়ানো ও সাধ্যনুযায়ী সহযোগিতা করা উচিৎ। এরপর সারিয়াকান্দি সদর ইউনিয়নের চরবাটিয়া গ্রামে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাস্থান প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা ও রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, অত্র প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাছেত, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি শমশের নূর খোকন, সাধারন সম্পাদক আব্দুর রহীম সাজু, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, দপ্তর সম্পাদক আব্দুল বারী, প্রচার সম্পাদক আব্দুল হান্নান টগর, নির্বাহী সদস্য এস আই সুমন, আমিনুল ইসলাম ও সাফায়াত সজল।

আপনার মতামত লিখুন :