শিবগঞ্জে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  01:30 AM, 29 October 2019

নুরনবী রহমান শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে শ্রী শ্রী শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছে। । প্রতিবেদক নুরনবী রহমান জানান উপজেলার সাদুল্যাপুর শ্রী শ্রী মধুগঞ্জে শ্বরী কালিমাতার পূজা একদিনের ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় এলাকার বহুযুগের ঐতিহ্য বহন করছে। দেশ এবং বিদেশে বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ নির্বিশেষে অসংখ্য দর্শনার্থী ও পূন্যর্থীগণ মেলা এসে থাকেন। এখানে ভক্তগণ তাদের মনে আকাঙ্খা পূরণের জন্য বিভিন্ন ধরনের মানত করে থাকেন। যা এখানে শোত করেন। সাদুল্যাপুরে এই পূজাটি শ্রী শ্রী মধুগঞ্জে শ্বরী কালিমাতার পূজা নামে পরিচিত বলে শ্রী শ্রী শদুগঞ্জে শ্বরী কালিমাতা মন্দিরে সেবাইত শ্রী নারায়ণ চন্দ্র সরকার আমাদের জানিয়েছেন। এ সময় জয়ন্ত সরকার বিকাশ কুমার বকাশ, নারায়ণ সরকার, বিশ্বনাথ সঞ্চয় সরকার, পল্টন তারা আলো জানিয়েছেন, প্রায় তিনশত বছরের অধিক সময় থেকে এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

পূজা ও মেলা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়ে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

আপনার মতামত লিখুন :