সোনাতলার নামাজখালীতে তুচ্ছ ঘটনায় ঘোষের বাড়ীতে হামলা

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  06:09 PM, 15 June 2016

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলার সদর ইউনিয়নের নামাজখালীতে সামান্য বিষয় নিয়ে হিন্দু স¤প্রদায়ের এক ঘোষের বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দই বিক্রেতা শ্যামল ঘোষ ও তার স্ত্রী মেঘরানী গুরুতর আহত হয়েছে। বর্তমানে তারা ভীত – সন্ত্রস্ত অবস্থায় জীবন-যাপন করছে। বুধবার সকালে সোনাতলা উপজেলা সদরে এসে সাংবাদিকদের কান্নাজড়িত কন্ঠে আহত শ্যামল ঘোষ জানান, গত শনিবার আমার একটি বাছুরগরু পার্শ্ববর্তি গোফার সরকারের পুত্র আপেল সরকারের জমিতে যায়। সেখান থেকে বাছুরটিকে গোয়ালঘরে নিয়ে আসে আমার স্ত্রী। পরদিন রোববার আকস্মিকভাবে আপেল সরকার, তার ভাই সুজা ও সুলতানসহ আরও কয়েকজন গোয়ালঘরে বেঁধে রাখা বাছুরটি নিয়ে যেতে উদ্যত হয়। এতে বাঁধা দিতে গেলে তারা আমাকে ও আমার স্ত্রী মেঘরানীকে বেদম মারপিট করে। এক পর্যায়ে তারা আমার ঘরদোরে হামলা চালিয়ে ভাংচুর করে। উল্টো তারাই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে। তারা এ ব্যাপারে মামলাসহ কোন পদক্ষেপ নিলে আমাদের জানে মেরে ফেলার হুমকী দেয়। বর্তমানে তাদের ভয়ে আমরা আতঙ্কে দিনযাপন করছি। তিনি এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

আপনার মতামত লিখুন :