সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উৎযাপন করা হয়

SangbadAjKalSangbadAjKal
  প্রকাশিত হয়েছেঃ  11:02 PM, 27 October 2019

জাহিদুল ইসলাম জাহিদ সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ পুলিশের সাথে কাজ করি, মাদক, জঙ্গী ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, বগুড়ার সারিয়াকান্দি কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উৎযাপন করা হয়েছে। এই উপলক্ষে সারিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় সারিয়াকান্দি থানা চত্বর হতে এক বর্নাঢ়্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠে শেষ হয়।

র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সরকারী-বেরসকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন পেশার ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে কলেজ অডিটরিয়াম এ থানা অফিসার ইনর্চাজ আল-আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান, সারিয়াকান্দি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যক্ষ মুনজিল আলী সরকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাসেল মিয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সারিয়াকান্দি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান এবং বগুড়া জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, সারিয়াকান্দি সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল, কর্ণিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী, হাটশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতাজুর রহমান মন্ডল, বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনছার আলী মাষ্টার, পল্লী বিদ্যুৎ সমিতি ‘২’ এর ডিজিএম অসিত কুমার সিকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ দুরুল হুদা।আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :