আগামী দিনে শিক্ষাক্ষেত্রসহ সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকবে -আব্দুল মান্নান এমপি
সংবাদ আজকাল ঃ বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় গত সাত বছরে সোনাতলায় এমপিওভুক্ত করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের। নারী শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠা করা হয়েছে বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ও আব্দুল মান্নান বালিকা বিদ্যালয়। উচ্চ শিক্ষার সুবিধার জন্য সরকারি নাজির আখতার কলেজে চালু করা হয়েছে অনার্স কোর্স। এছাড়াও ড. এনামুল হক কলেজ ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে ডিগ্রী কোর্স চালু করা হয়েছে। আব্দুল মান্নান বালিকা বিদ্যালয়কে উন্নীত করা হয়েছে কলেজে। তিনি আগামী দিনে শিক্ষাক্ষেত্রসহ সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। বুধবার দুপুরে সোনাতলার মহেশপাড়া আব্দুল মান্নান বালিকা বিদ্যালয় ও কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। আব্দুল মান্নান বালিকা বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সামছুননাহারের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য পতœী সাহাদারা মান্নান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, অধ্যক্ষ সামছুল হক , যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, মহিলা আওয়ামী লীগ নেত্রী পাপিয়া আকতার, সহকারী শিক্ষক রুস্তম আলী। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রবিউল খান, মশিউর রহমান রানা, শাহিদুল বারী খান রব্বানী, অসিম কুমার জৈন নতুন, প্রভাষক নুরে আলম লিখন.মহিলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসি রুম্পা, কুহেলী চক্রবর্তী, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহনেওয়াজ তালুকদার বাবু, শামীম রাব্বী, কৃষকলীগ নেতা নাহিদ হাসান, ছাত্রলীগ নেতা মানিক সরকার প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষকলীগ নেতা সায়েম রাশেদ।