গাবতলীতে ৯বছরের শিশু পালাক্রমে বলাৎকার!! থানায় অভিযোগ
গাবতলী(বগুড়া)প্রতিনিধি-ঃ বগুড়ার গাবতলীতে আব্দুলাহ নামের ৯ বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে গিয়ে পালাক্রমে বলাৎকার করছে বখটেরা। মুমুর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানাযায়, উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীর পাড়া গ্রামের আব্দুল হান্নানের ৯ বছরের ছেলে আব্দুলাহ গত ১৫ জুলাই পাশ্বেই চাচিয়া রানীর পাড়ায় ফুফুর বাড়ীতে বেড়াতে গিয়ে ছোট ছেলে মেয়েদের সাথে রাস্তায় খেলা করতে থাকে। এমন সময় রাকীব ও সুমনসহ কয়েকজন বখাটে যুবক জোর পুর্বক তাকে ঘাড়ে তুলে নিয়ে পার্শ্বের বাঁশঝার ও জঙ্গলে নিয়ে যায় এবং রাকীব পলিথি দিয়ে আব্দুলাহর হাত, পা, মুখ ও চোখ বেধে ফেলে এবং সকলে মিলে পরিধেয় বস্ত্রখুলে পালাক্রমে বলাৎকার করে ও পুরুষাঙ্গে কামর দিয়ে আহত করে। রক্তাক্ত মুমুর্ষ অবস্থায় আব্দুলাহকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয় । এব্যাপারে গতকাল ১৬ জুলাই তার পিতা বাদী হয়ে ৫জনের নাম উলেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে ওসি তদন্ত নুরুজ্জানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জেনেছেন এবং অনৈতিক কাজের স্বীকার হওয়া ছেলের বাবা একটি লিখিত অভিযোগ দিয়েছেন।