বগুড়া সদরের শশীবদনী যুব আত্ম-কর্মসংস্থান ফাউনডেশনের ভবন নির্মাণ কাজের পরিদর্শন

মহাস্থান(বগুড়া)প্রতিনিধি:মঙ্গলবার দুপুরে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের শশীবদনী যুব আত্ম-কর্মসংস্থান ফাউনডেশনের ভবন নির্মাণ এবং গবেষনার উৎপাদন কেন্দ্র-১ এর হাতের তৈরি কুটির শিল্প কাজের পরিদর্শন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন যুব আত্ম-কর্মস্থান ফাউনডেশনের ভবন নির্মাণ সমাপ্ত হলে এলাকার যুবকেরা তাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রকার প্রশিক্ষণ গ্রহণ করে তাদের আত্ম-কর্মসংস্থানের পথ সৃষ্টি করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী অফিসার মোহাম্মাদ আলী জিন্নাহ, ইউপি সদস্য আসাদ আলী সাকিদার , যুব আত্ম-কর্মসংস্থান ফাউনডেশনের সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক রাসেল, সদস্য আব্দুল মজিদ, জাফরুল হাসান সবুজ, শ্রী বিপ্লব কুমার, আরিফুল ইসলাম, জেসমিন আক্তার, শামিমা আক্তার প্রমুখ।