মহাস্থান প্রতাববাজু আদর্শ ক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আব্দুল বারী মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: গত বৃহস্পতিবার বিশ্বরোড সংলগ্ন মহাস্থান প্রতাববাজু আদর্শ ক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আড়ৎ ব্যবসায়ী বাবুল মিয়া বাবু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থানের কৃতি সন্তান বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ ও জনগণের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আমি সব সময় আপনাদের পাশে আছি এবং এলাকার উন্নয়নে কাজ করে যাবো। সর্বপরি এলাকার উন্নয়নে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, শিবগঞ্জ উপজেলা যুব সংহতির আহŸায়ক হুসাইন শরীফ সঞ্চয়, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী পরাণ, কীটনাশক ব্যবসায়ী জিয়াউল হক জিয়া, সমাজ সেবক সাইফুজ্জামান চুন্নু, তাহেরুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিকবৃন্দ, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ ও অত্র ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকার জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।