বগুড়ার শিবগঞ্জে মরহুম মাস্টার মুজিবুর রহমান স্মৃতি স্বরণে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  03:14 PM, 15 February 2020

নুরনবী রহমান,বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের রায়নগর আমরা ক’জন যুব সংঘের উদ্দ্যোগে, রায়নগর উত্তরপাড়া ৬ বিঘা মাঠে মরহুম মাস্টার মুজিবুর রহমান স্মৃতি স্বরণে- ফুটবল টুর্ণামেন্ট-২০২০ ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ আবু রায়হান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মাস্টার মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।

এ সময় তিনি বলেন মানুষের শরীর ও মনকে প্রফুল্ল রাখতে খেলাধূলার বিশেষ প্রয়োজন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম মাস্টার মুজিবুর রহমানের সহধর্মিনী ফাতেমা রহমান এবং তার পুত্রবধূ ও একমাত্র নাতী আহনাফ সুপ্ত, এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোকামতলা মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এনামুল হক রন্জু, সমাজ সেবক মতিয়ার রহমান মতি, ইউপি সদস্য আব্দুল ওয়াহাব বাদল, ইউপি সদস্য মোস্তফা কামাল তোতা, ইউপি সদস্য আলী হাসান, ইউপি সদস্য ছানাউল হক ছানা, ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউপি সদস্য শাহিনুর ইসলাম, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, ইউপি সদস্য আলা উদ্দিন, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, সমাজ সেবক আঃ রাজ্জাক, সাবেক ইউপি সদস্য ওয়াহেদুল ইসলাম হাম্মাদ, শফিউজ্জামান সাইফুল, আব্দুর রাজ্জাক, মতিয়ার রহমান মতিন, ইউপি সচিব রাসেল খান, নুরুল ইসলাম মুন্জু, জাকির হোসেন, সাহাদত হোসেন, জিয়াউল হক জিয়া, সিরাজুল ইসলাম, ফুল মিয়া, আইয়ুব মন্ডল, মাহমুদুল হাসান আপেল, জিল্লুর রহমান, ইসরাফিল হোসেন সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলায় মসলা গবেষণা স্পোটিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চাম্পিয়ান হয় রামেশ্বাপুর খেলোয়ার কল্যাণ সমিতি। চাম্পিয়ান দলকে একটি খাঁসি এবং রানার্স আপ দলকে একটি এলইডি টিভি পুরস্কৃত করা হয়।

আপনার মতামত লিখুন :