বগুড়ার শেরপুর নাকুয়া গ্রাম থেকে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  03:53 PM, 25 July 2020

অনলাইন ডেস্কঃ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২০ খ্রীঃ) তারিখ ০৬.৫০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়ার শেরপুুর থানাধীন সীমাবাড়ী ইউনিয়ানের নাকুয়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ আŦ মমিন (৩০),পিতা-মোŦ খায়রুজ্জামান, সাং-কালিয়কৈর চকগোলা, থানা-শেরপুর ও জেলা-বগুড়া।র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোŦ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া জেলার শেরপুর থানাধীন নাকুয়া গ্রামে বিপুল পরিমান মাদক ক্রয়-বিক্রয় করিতেছে । এরই প্রেক্ষিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থানে অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা এবং মাদক কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সিমকার্ড সহ তাকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সরনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।
র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

আপনার মতামত লিখুন :