শিবগঞ্জে এক বছরে ১১৩ মোবাইল কোর্টে ৭ লক্ষাধিক টাকা রাজস্ব আদায়ঃ ১১৫ জনকে কারাদন্ড

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  10:30 AM, 10 January 2020

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ জেলার শিবগঞ্জ উপজেলায় গত ২০১৯ সালে বিভিন্ন সময়ে পরিচালিত ১১৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭ লক্ষ ৬৮ হাজার ৪ শত টাকা রাজস্ব আদায় হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসের প্রেস বিজ্ঞপ্তির মারফত জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর কবীরের নেতৃত্বে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় গত ২০১৯ সালে ১১৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে ৩৮টি মামলার মাধ্যমে ৬,৪৮,০০০ টাকা, প্রকাশ্য জুয়া আইনে ৫৩টি মামলায় ১৮,৯০০ টাকা,

দন্ডবিধি আইনে ৫টি মামলায় ৫,২০০ টাকা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৩টি মামলায় ৩০০ টাকা, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ০৪ টি মামলায় ৫০০ টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০টি মামলায় ৪০,৫০০ টাকা, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ০১টি মামলায় ১০,০০০ টাকা,

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ০১টি মামলায় ৫,০০০ টাকা এবং ঔষধ আইনের ০২টি মামলায় ৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর বলেন, গত ২০১৯ইং সালে বিভিন্ন সময়ে পরিচালিত ১১৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ৭ লক্ষ ৬৮ হাজার ৪শত টাকা রাজস্ব আদায় হয়েছে।

তিনি আরও বলেন, মুজিব শতবর্ষে ১০০টির বেশি মোবাইল কোর্ট পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ নিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, মাদক নির্মূল, বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাক

আপনার মতামত লিখুন :