বগুড়ার পল্লীতে আলু ক্ষেতে ওষুধ দিতে গিয়ে যুবক নিহত

বার্তা বিভাগবার্তা বিভাগ
  প্রকাশিত হয়েছেঃ  08:40 PM, 09 January 2020

নুরনবী রহমান বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার পল্লীতে আলু ক্ষেতে পচন রোগের ওষুধ দিতে গিয়ে এক যুবক নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির ছাতুয়া মজুমদার পাড়ার মৃত বিনয় সাহার পুত্র শ্রী নয়ন সাহা গতকাল সকাল থেকে বেলা ১টা পর্যন্ত তার নিজস্ব আলু ক্ষেতে মেশিন দ্বারা পচন রোগের ওষুধ স্প্রে করছিল। এমন সময় সে কিছুটা অসুস্থ্য অনুভাব করে সে বাড়ীতে আসে।

বাড়ীতে আসার কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে পড়ে। আহত নয়নকে বুড়িগঞ্জ বন্দরে চিকিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে গত ৮ জানুয়ারি স্থানীয় ইউপি সদস্য মোঃ হানজেলার রহমানের নিকট জানতে চাইলে, তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।নামুজা বন্দরের সফল কৃষিপণ্য ব্যবসায়ী মশিউর রহমান জানান, ফসলে যে কোন ধরণের ওষুধ দেওয়ার সময়, বাতাসের বিপরীত দিক থেকে প্রয়োগে বিরত থাকা ও মুখে মাস্ক ব্যবহার করা এবং কোন ভাবেই খালি পেটে ওষুধ প্রয়োগ করা যাবে না। তিনি আরোও জানান উপরে উল্লে­খিত বিষয়ে অ-সতর্ক থাকার কারণে এরুপ দূর্ঘটনা ঘটতে পারে।

আপনার মতামত লিখুন :